Page:Dialogues, Intended to Facilitate the Acquiring of the Bengali Language.djvu/67

This page has been proofread, but needs to be validated.

(54)

সে দিন দেখিয়া আর হাটপানে মুয়াতে ইচ্ছা করে না। চলদিকি যাই না গেলে তো হবে না ঘরে বেসাতিপাতি কিছু নাই ছেল্যারা ভাত খাবে কি দিয়া আর আধ সেরটাইক কাপাইস আনিতে হবে।

ওগো দিদি সূতা আছে। বাহির করদিকি দেখি।

নারে তোরে আর সূতা দিব না আর দিন তুই যে সূতা হাঁটকিয়াছিলি তাহাতে আমার সূতা নষ্ট হইয়াছে।

ওটে পাগল বুন। দেতো দেখি গোচের হয়তো নেব। কতো নিবি বল।

দেড় কাহন হবে দেখদিখি কেমন খেই।

ওটে আর কি সে কাল আছে কোম্পানির দাদন নাই যে কাপড় কুড়ি টাকা ছিল সে পনেরো টাকা ষোলো টাকা দাম হইয়াছে সূতা এখন কে ছোঁয় দশ পণ পাবি হয়তো দে।

মর আভাগ্যা। বলিতে একটু লাজ লাগে না দশ নুড়া তোর মুখে দি। আমি বেচিব না।

হাঁতে গোসা হইস কেন। আমরা কি করিব যেমন হাট ঘাট তেমন বলিলাম। যা৷ আর দশ গণ্ডা নীস। দে৷ না হয় এগারো পণ হইল দিবিতো দে না দিস নীয়া যা।


স্ত্রীলোকের কথোপকথন।

আসোগো ঠাকুরঝি নাতে যাই।

ওগো দিদি কালি তোরা কি রান্ধেছিলি।

আমরা মাচ আর কলাইর ডাইল আর বাগুন ছেঁচকি করেছিলাম।

তোরদের কি হইয়াছিল।