Page:History of Bengali Literature in the Nineteenth Century.djvu/216

This page needs to be proofread.

192 BENGALI LITERATURE অদ্ধরাত্রের পরে রাজা উপর ঘরের ছাতে বেড়াইয়৷ সকল দিগে দৃষ্টি করিতে ২ নীচেতে দেখিলেন যে এক জন এক পাদে দীড়াইয়৷ রহিয়াছে। রাজা তাহাকে দেখিয়া জিজ্ঞাসিলেন তুমি কেবট অদ্ধ ন্শাতে কি কারণ এক পদে দীড়াইয়া আছ। চৌকিদার কহিলেক যে রাঁজ- দরশশনার্থে আকাজ্জিত ছিলাম অদ্য আমার ভাগ্যের সহকারেতে দশন করিয়া বড় আহলাদিত আমোদিত হইলাম। রাজা আর চৌকিদারেতে এই কথোপকথন হইতেছিল ইতিমধ্যে মাঠের দ্রিগ হইতে এক শব রাজার কর্ণকুহরে পহুছিল সে শব্দ এই একজন কহিতেছে যে আমি যাইতেছি কে এমত মনুষ্য আছে যে আমাকে ফিরাইবে। ইহা! শুনিয়! রাজা বিস্মিত হইয়া চৌকিদারকে কহিলেন যে ওহে চৌকিদার এ শবের বৃত্তান্ত তুমি কিছু জানহ। চৌকিদার উত্তর করিল ও মহারাজ কএক দিবস রাত্রিযোগে এইরূপ শব্দ শুনিতেছি কিন্তু চৌকিদারি কর্ম্েতে থাকিতে কারণ গমন করিয়া জ্ঞাত হইতে পারি না যে এ শব্দ কাহার যদি আপনি আজ্ঞা দেন তবে অতি শীঘ্ৰ গমন করিয়া শব্দের নিশ্চয় জানিয়া তোমার দাসেরদের সাক্ষাতে বিস্তারিত নিবেদন করিতে পারি। রাজা কহিলেন শীঘ্র যাইয়া! সম্বাদ আনহ। চৌকিদার রাজাজ্ঞা পাইয়া তৎক্ষণাৎ গমন করিলেন। পরে রাজা কুষ্ণবর্ণ এক কম্বলেতে শরীর টাকিয়া চৌকিদারের পশ্চাৎ গেলেন । চৌকিদার সে স্থানে প'হুছিয়া দেখিল যে পথমধ্যে এক সুন্দরী দাঁড়াইয়া কহিতেছে যে আমি বাইতেছি আমাকে কে ফিরাইবেক। ইহা শুনিয়া চৌকিদার প্রশ্ন করিলেক যেও স্ত্রীলোক তুমি এমত কথা কেন কহিতেছ। সে স্ত্রীলোক উত্তর করিলেক যে আমি রাজা তেররস্তানের পরমাঘুর প্রতিমুর্তী রাজার আযুঃ শেষ হইয়াছে অতএব আমি যাইতেছি। চৌকিদার ইহা শুনিয়া কহিলেন তুমি রাজার পরমায়ু এখন তুমি কিরূপে বাহুড়িয়া থাকিবে। প্রতিবিষ্ব কহিলেন শুন হে চৌকিদার wifi ofa aria Ware রাজার পরমাযুর ব্দলেতে আমার সম্মুখে বলিদান দেও তবে আমি অবশ্য ফিরিয়া থাকিব রাজাও কতক কাল বীাচিয়। থাকিবেন কদাচ শীঘ্ব মরিবেন না। চৌকিদার ইহা শুনিয়া তুষ্ট হইয়া উত্তর করিলেক