Page:History of Bengali Literature in the Nineteenth Century.djvu/221

This page needs to be proofread.

tae teem PUNDITS AND MUNSIS 197 the Mohammedan forces at Plassey, flight of Siraj and his assasination by Miran; and then the story ends with a short account of the posterity of the Raja. We give here an extract from the passage describing the Raja’s joining the conspiracy, which will serve as a speci- men of both its language and manner.! রাজা [কুষ্ণচন্দ্র] বাসায় আসিয়া মহারাজ মহেন্দ্র ও রাজা রামনারায়ণ ও রাজা! রাজবল্লভ এবং জগংসেট ও মীরজাফরালি খা ইহারদিগের নিকট মন্ুযু প্রেরিত করিলেন আমি সাক্ষাৎ করিতে যাইব সকলেই অনুমতি করিলেন রাত্রে আসিতে কহিও ক্রমে ২ রাজা সকলের নিকট রাত্রে গমন করিয়া আত্মনিবেদন করিলেন। পরে জগংসেট কহিলেন এ দেশের অত্যন্ত অপ্রতুল হইল দেশাধিকারী অতিদুরন্ত কাহার বাক্য শুনে না দিন ২ দৌরাত্ম্য অধিক হইতেছে অতএব সকলে একবাক্যতা হইয়া! বিবেচনা না করিলে কাহারু নিষ্কৃতি নাই এই কথার পর রাজা কৃষ্ণচন্দ্র রায় কহিলেন আপনারা রাজদ্বারের কর্তী আমরা আপনকার দিগের মতাবলম্বী যেমন ২ কহিবেন সেইরূপ কার্ধয করিব ইহাই শুনিয়া জগংসেট কহিলেন অদ্য বাসায় যাউন আমি মহারাজ! মহেন্দের সহিত পরামর্শ করিয়া নিভৃত একস্থানে বসিয়া আপনকাকে ডাকাইব সে দিবস বিদায় হইয়া! রাজা বাসায় আসিলেন। পরে এক দিবস জগংসেটের বাটীতে রাজা মহেন্দ্র প্রস্থতি সকলে বসিয়! রাজা কৃষ্ণচন্দ্র রায়কে আহ্বান করিলেন দূত আসিয়া রাজাকে লইয়া! গেল যথাযোগ্য স্থানে সকলে বসিলেন। ক্ষণেক পরে রাজ। রামনারায়ণ প্রশ্ন করিলেন আপনারা সকলেই বিবেচনা করুন দেশাধিকারী অতিশয় ছুবৃত্ত উত্তর ২ দৌরাঝ্মের বৃদ্ধি হইতেছে অতএব কি করা যায় এই কথার পর মহারাজা! মহেন্দ্র কহিলেন আমরা! পুরুধান্থক্রমে নবাবের চাকর যদি আমারদিগের হইতে কোন ক্ষতি নব।ব সাহেবের হয় তবে অধন্ম এবং অখ্যাতি অতএব আমি কোন মন্দ কর্মের মধ্যে থাকিব না তবে যে পূর্কে এক আদ বাক্য কহিয়া ছিলাম সে বড় উদ্মা প্রযুক্ত এইক্ষণে বিবেচনা করিলাম এ সব * Krgnachandra Rayer Charitra, pp. 65-73,