Page:History of Bengali Literature in the Nineteenth Century.djvu/239

This page needs to be proofread.

PUNDITS AND MUNSIS 215 তাহার স্ত্রী ছিলেন না এই প্রযুক্ত বশিষ্ঠ জাবালি প্রভৃতি মহামুনির! রামচন্দ্র স্ত্রীর প্রতিনিধিরপে এক স্বর্ণ প্রতিমা নিশ্মীণ করাইয়া যজ্ঞ করাইয়াছিলেন আপনিও সেইমত করুন যজ্ঞ আরম্ভ করিয়! সমাপন না.করিলে বড়ই দোষ। রাজা পগ্ডিতেরদের এই বাকোতে পৃথুরাজার প্রতিনিধিবূপে এক স্বর্ণ প্রতিমা! করিয়া এ প্রতিমাকে দ্বারিরূপে স্থাপন করিলেন কেনন! রাজস্য় যন্ঞে নিমন্ত্রিত যে যে রাজারা আসিয়৷ থাকেন তাহার! উপযুক্ত মত কেহ কোনহ কর্ম করিয়া থাকেন। জয়চন্দ্ রাজা পৃথুরাজার না আসাতে ক্রুদ্ধ হইয়াছিলেন অতএব তাহার প্রতিমাকে অনুপযুক্ত কর্মে স্থাপন করিলেন। ইহা! পৃথুরাজা শুনিতে পাইয়া সসৈন্যে কান্যকুজ দেশে আসিয়া জয়চন্দ্র রাজার অনেক সৈন্য নষ্ট করিয়! এ স্বর্ণ প্রতিমা লইয়া গেলেন। তদনন্তর রাজা জয়চন্দর কোনহ প্রকারে যক্জর সমাপন করিয়া অত্যন্ত অপমানিত হইয়া! রহিলেন। এই প্রকারে পৃথুরাজাকে বড় বলবান ও রূপবান দেখিয়া রাজকন্যা যে যে রাজার! আপিয়াছিল তাহারদের মধ্যে কাহাকেও স্বয়ম্বরণ না করিয়া কহিলেন যে আমি পৃথুরাজ। ব্যতিরেকে অন্য রাজাকে বরণ করিব না। জয়চন্দ্র রাজা আপন কন্তার এই নিশ্চয় জানিয়! sata উপর অত্যন্ত কুদ্ধ হইয়া কন্যাকে আপন বাটা হইতে দূর করিয়া দিলেন ও কহিলেন তোর যাহ! ইচ্ছ! তাহাই কর গিয়া। রাজ কন্যা অন্য কোনহ অন্তরঙ্গ লোকের বাটাতে আসিয়। রহিলেন। এ সকল বিষয় পৃথুরাজ। শুনিতে পাইয়া চন্দ্র নামে এক ভাটকে জয়চন্দ্র রাজার নিকটে পাঠাইয়া দিলেন। ও এক পত্র লিখিলেন তাহার পাঠ এই হে মহারাজ জরচন্দ্র তোমার কন্যা আমাকে বিবাহ করিতে মনস্থ করিয়াছেন তাহার যে এ মনস্থ সে উপযুক্ত বটে কিন্ত তুমি যে ইহাতে তীহার প্রতি ক্রুদ্ধ হইয়াছ সে অত্ন্ত অনুচিত করিয়াছ তোমার কন্যার মনস্থ অনাথা কখনও হইবেনা ইহ! নিশ্চয় জানিবা। এইরূপ পত্র দিয়! চন্দ্রভাটকে পাঠাইয়া আপনিও সসৈন্যে কানাকুজ দেশে প্রস্থান করিলেন চন্দ্রভাট জয়চন্ত্র রাজার কাছে গিয়া সে পত্র দিলেন। কিন্তু জয়চন্দ্র রাজ! সে পত্রার্থ অবগত হইয়া কিছু উত্তর দিলেন না। পৃথুরাজা চন্দ্রভাটের প্রমুখাৎ