Page:History of Bengali Literature in the Nineteenth Century.djvu/347

This page needs to be proofread.

Basu in heroine. ! KABIWALAS which Radh& is speaking as সাধ করে করেছিলাম ছুজ্জয় মান, শ্যামের তায় হল অপমান। শ্যামকে সাধলেম না ফিরে চাইলেম না কথা কইলেম ন! রেখে মান ॥ FH সেই রাগের অনুরাগে, রাগে রাগে গো, পড়ে পাছে চন্দ্রীবলীর নবরাগে। 325 a khandita ছিল পূর্বের যে পূর্বরাগ, আবার একি অপূর্বরাগ, পাছে রাগে শ্যাম রাধার আদর ভুলে যায় ॥ শ্যাম কাল মান করে গেছে, কেমন আছে, দূতি, জেনে আয়। করে আমারে বঞ্চিতে, গেল কার কুঞ্জে বঞ্চিতে, হয়ে খগ্ডিতে মরি হরির প্রেমের দায়। ছলে বুঝি মন ছলে গেছে শ্যামরায় ॥ আগে বুঝিবে মন দূরে থেকে চখে দেখে গো, কয় কিনা কয় কথা ডেকে। যদি কাতরে কথা কয়, তবে নয় অপ্রণয়, অমনি সেধ গো ধরে ছুটি রাঙ্গা পার ॥ যার মানের মানে আমায় মানে, সে না মানে, তবে কি কোরবে এ মানে। মাধবের কত মান, না হয় তার পরিমাণ, মানিনী হয়েছি যার মানে ॥ যে পক্ষে খন বাড়ে অভিমান, সেই পক্ষে রাখতে হয় সম্মান । রাখতে শ্য।মের মান; গেল গেল মান, আমার কিসের মান অপমান ॥ 1 Sambad Prabhakar, Agvir, 1261, p. 4 ; Prachin Kabi-saingraha, pp. 31-32; Guptceratnoddhar, pp. 104-106; Satgit-sara-samgraha, vol. ii, pp. 1001-1002,