Page:History of Bengali Literature in the Nineteenth Century.djvu/427

This page needs to be proofread.

LOVE-LYRICS 403 আখিতে যে যত হেরে সকলি কি মনে ধরে যেই যাকে মনে করে সেই তার মনোরঞ্জন ॥ । তারে ভুলিব কেমনে। প্রাণ সপিয়াছি যারে আপন জেনে ॥ আর কি সে রূপ ভুলি প্রেম তুলি করে তুলি হৃদয়ে রেখেছি লিখে অতি যতনে। সবাই বলে আমারে সে ভুলেছে ভুল তারে সে দিন ভুলিব তারে যে দিন লবে শমনে ॥ or even some of his less known pieces— কে ও যায় চাহিতে চাহিতে ধীর গমন অতি হাসিতে হাসিতে। যতক্ষণ যায় দেখা না পারি সরিতে আখি মোর অনিমিক হেরিতে হেরিতে ॥ ২ আনন্দ ভর করি দীড়াইয়ে সুন্দরী হেবিতে মনোরঞ্জনে । নয়নে মনসংযোগ নাহিক ভয় গঞ্জনে ॥ প্রতি অঙ্গ পুলকিত মুখপদ্ম প্রফুলিত স্থির করি আছে দেখ ছুই নয়নখঞ্জনে ॥ 4 না হতে পতন তরু দহন হইল আগে আমার এ অনুতাপ তারে যেন নাহি লাগে ॥ চিতে চিতা সাজাইয়ে তাহে ছুখতৃণ দিয়ে আপনি হইব দগ্ধ আপনারি অনুরাগে ॥ 5


  • Omitted in Gitaratna, but given as Nidhu Babu’s in Pritigiti, p, 154;

Sungit-sar-samgraha, vol. ii, p. 875; Rasabhandar, p. 107. ? Omitted in Gitaratna but given in Gitabali or Nidhu Babur Gitasamngraha, p. 131 ; Rasebhandar, p. 106. In Pritigiti the song is attributed to Harimohan Ray. ® Gitaratna, p. 87.

  • 15৫, p. 87.

& Saigit-sar-samgraha, vol. ii, p. 850 ; omitted in Gitaratna,